সখীপুর
সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে রোববার গভীর রাতে বহেরাতৈল এলাকা থেকে তিনজন ট্রান্সফরমার চোরকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার আন্দি এলাকায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নেওয়ার সময় ওই এলাকায় টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। আচ পেয়ে চোরেরা দিগ্বিদিক পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ টহল আরও বেশি জোরদার করলে বহেরাতৈল এলাকায় তিনজন ধরা পড়লেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল(৩০), কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল( ৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সামগাতি গ্রামের জিলার শেখর ছেলে হযরত আলী(২৯)।
সম্প্রতি উপজেলার আড়াইপাড়া ও দামিয়াপাড়া থেকে দুটি ট্রান্সফরমার খুলে মূল অংশ নিয়ে যায় চোরচক্র। এরকম চুরির ঘটনা অনেক আগে থেকেই ঘটে যাচ্ছে।
সখীপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, উপজেলায় ট্রান্সফরমার চুরির উৎপাত বেড়ে গেছে। তিন চোরকে হাতেনাতে ধরা হয়েছে। এদের তথ্য অনুযায়ী বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চারানো হবে।