মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বাবিবা ঘাটি পাহাড়কাঞ্চনপুরে "বাফওয়া"র উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান-এর সুচিন্তিত দিক নির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর কর্তৃক ০৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার “সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা মোতাবেক বাফওয়া আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর-এর উদ্যোগে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাফওয়া আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর-এর সম্মানিত সভানেত্রী কানিজ আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত শ্রেণী ভিত্তিক স্বরচিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা তাদের স্ব-স্ব লিখিত কবিতা পাঠ করে শোনান।

বাফওয়া আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর -এর সম্মানিত সভানেত্রী উপস্থিত সকলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর তাৎপর্য তুলে ধরে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বাফওয়া আঞ্চলিক শাখা, পাহাড়কাঞ্চনপুর-এর সহ-সভানেত্রীবৃন্দসহ কার্যকরী কমিটির সদস্যাগণ, বিএএফ শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুর -এর অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহেল রজত
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.