শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দেখতে টাঙ্গাইলে মানববন্ধন

সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে তার ভক্তরা।

শনিবার দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে উপজেলাবাসী ক্রিকেট ভক্তরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারের কাছেও নেই। বিশ্বকাপে রিয়াদের মত সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও প্রধানমন্ত্রীর কাছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানাই।


মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রিকেটপ্রেমী আরিফুজ্জামান তপু মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership