রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সখীপুরে ৭ জুয়াড়ি আটক

টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালমেঘা পশ্চিম কোনাপাড়া এলাকার নাসিামা আক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, কালমেঘা এলাকার মোশারফ হোসেন (৩২), জোবায়ের হোসেন (৩৩), ফারুখ হোসেন (৪০), শাওন ওরফে দেলুয়ার (৪২), নুর-ইসলাম নুরু (৪২) এবং ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের রফিক মিয়া (৫০), রহিজ উদ্দিন (৫৫)।  
এ সময় তাদের কাছে থেকে এক লক্ষ ২০ হাজার ২৫০ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় কালমেঘা পশ্চিম কোনাপাড়ার একটি বাড়ি থেকে সাত জনকে আটক করে মামলা দেওয়া হয়েছে এবং অসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।   

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership