বুধবার, ২ আগস্ট, ২০২৩

সখীপুরে ৪৪ কেজি মদসহ গ্রেফতার ২

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপার চালা গ্রামে অভিযান চালিয়ে ৪৪ কেজি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপার চালা গ্রামের নিমাই চন্দ্র কোচ এর বাড়ি থেকে ৪৪ কেজি মদসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপার চালা গ্রামের মনিন্দ্র কোচের ছেলে মন্টু কোচ (২৩) ও মাধব চন্দ্র কোচের ছেলে নিমাই চন্দ্র কোচ (৩৩) এ সময় তাদের নিকট থেকে ৪৪ কেজি মত উদ্ধার করা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোলাই ৪৪ কেজি মদসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership