রবিবার, ৯ জুলাই, ২০২৩

সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।  

এ সময়  পৌর মেয়র আবু হানিফ আজাদ লিখিত বাজেট পাঠ করেন। এতে আয় ধরা হয় ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকা এবং ব্যয় ধার্য করা হয় ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৭১ টাকা এবং স্থিতি ২ কোটি টাকা। 

পৌর মেয়র  বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্যানেল মেয়র মো.বিল্লাল শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পৌর সচিব মো. কামরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership