টাঙ্গাইল
জেলা প্রশাসকের তও্বাবধায়নে টাঙ্গাইলকে স্মাট জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ
রূপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ। যা অর্জনের মাধ্যমে জ্ঞানভিত্তিক উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক উচ্চ আয়ের দেশে পরিণত হব। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলকে ‘স্মার্ট জেলা’ হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার কয়েকটি উদ্যোগ নিয়েছেন। যা স্মার্ট টাঙ্গাইল বিনির্মাণের কাজকে ত্বরান্বিত করবে।
এর মধ্যে রয়েছে—স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি ,স্মার্ট ম্যানুফেকচারিং, স্মার্ট প্রশাসন, স্মার্ট ইউটিলিটি।
এতে স্বল্প মেয়াদী (৫ বছর), মধ্যমেয়াদী (১০ বছর) এবং দীর্ঘ মেয়াদী (১৫ বছর) রয়েছে। এ লক্ষ্যে এটুআই ইনোভেশন ফান্ড কর্তৃক জেলা প্রশাসকগণের জন্য স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সরকারি বেসরকারি পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে একটি টেকনোলজি পার্টনার প্রতিষ্ঠান বা দল অংশ নিতে পারবে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি; এই চারটি লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনের সেবার আওতা ও কার্যকারিতা বৃদ্ধি করা সম্ভব।