টাঙ্গাইলের সখীপুরে ঘরের বেড়া কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার(২৪ মে) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার কাহারতা রামখা পাড়া সীমান্ত এলাকায় কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকার মালেক মিয়া ও ছেলে হাসান মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে প্রবাসী হাসান মিয়া ও মালেক মিয়ার স্ত্রী সহ পরিবারের লোকজন।
আনুমানিক রাত আড়াই টার দিকে মালেক মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে চেতন পেয়ে ঘরের দরজা খোলা দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শোনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এসময় দেখা যায়, ঘরের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে।
এ ঘটনায় প্রতিবেশী জয়নাল আবেদীন জানান,দুই পরিবার থেকে প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, আনুমানিক রাত ১টা থেকে ২ টার মধ্যে চোরচক্রের সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ৮নংওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক (ধলা)মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা জাফর মিয়ার বাড়িতে চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঐ বাড়িতে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি।
Social Footer