INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে কৃষকের ধান কাটল সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা

সখীপুরে কৃষকের ধান কাটল সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে সখীপুর সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

০১ মে (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলার কীর্ত্তনখোলা এলাকার কৃষক আরিফ মিয়ার ৪৬ শতাংশ জমির ধান কাটেন। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগের সভাপতি খঃ রকিবুল হাসান বিজয় এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন সীমান্ত। 

এসময় ছাত্রলীগ নেতা সোহাগ সিকদার, জাকির হোসেন, জামিল, আলহাজ,আলামিন,শিমুল, জুয়েল, মামুন,শিহাব,শাওন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

কলেজ ছাত্রলীগ সভাপতি খ: রকিবুল হাসান বিজয় জানান, কৃষক আরিফ মিয়া ধান কাটতে পারছিলেন না এমন খবর পেয়ে আমরা
তার ৪৬ শতাংশ জমির পাকা ধান কেটে দেই।

এসময় কৃষক আরিফ মিয়া বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। 
এতে আমার অনেক উপকার হয়েছে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সুমন সীমান্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে আমাদের ধানকাটা কর্মসূচি শুরু হলো। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষক আরিফ মিয়াও আনন্দিত।