INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

সখীপুরে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার(২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে ছিল সাবান, সেমাই, চিনি এবং দুধ।

বিতরণকালে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি খ. রকিবুল হাসান বিজয় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দ কে সবার মাঝে ভাগ করে নিতেই আমাদের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলামের নির্দেশনায় ঈদ সামগ্রী বিতরণ কার্যকম সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো: সুমন সীমান্ত জানান, শ্রমজীবী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া নি:সন্দেহে অনেক আনন্দের। সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সবসময় মেহনতি মানুষের পাশে থাকবে।