INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বর্ষবরণ উদযাপন  মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

কালিহাতীতে বর্ষবরণ উদযাপন মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

সাইদুর রহমান সমীর টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ করে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।