INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত!

সখীপুরে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত!

টাঙ্গাইলের সখীপুর দুই ব্যবসায়ীকে ভিন্ন মামলায় ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫মার্চ) উপজেলার কচুয়া বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। 

আদালতসূত্রে জানা যায়, কচুয়া বাজারের  মুদি দোকানদার বিল্লাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম ও গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় তাকে ৫ হাজার টাকা এবং একই ধারায় আরেক ব্যবসায়ী নাছির উদ্দীনের ইলেকট্রনিক দোকানে অভিযান চালিয়ে অনিয়মের কারণে ৬'হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম জানান, কচুয়া বাজারের দু'জন ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। তাছাড়া ফার্মেসীসহ আরো কয়েকটি দোকানে কিছু অনিয়ম পেলেও তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এসময় তিনি আরো জানান জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।