কালিহাতী
কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘ ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ইফতার
সাইদুর রহমান সমীর ,টাঙ্গাইল প্রতিনিধিঃ কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘ ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম
এর আয়োজনে এবং সাধু সংঘ সাংস্কৃতিক জোট ও সাধু সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় গত ১২ এপ্রিল বুধবার ইফতার ও দোয়া মাহফিল সাধুর ধামে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টাংগাইল।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনিল সরকার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা সভাপতি গোবিন্দ সাহা,
বিশিষ্ট দানবীর মানবতাবাদী ফাতিমা নওরীন মেরী, উপজেলা হিন্দু বৈধ খ্রিস্টান পরিষদের সভাপতি সুজিব দত্ত মানু, কালিহাতী কলেজ শিক্ষক সমিতির সাধারণত সম্পাদক বাবর আলী তালুকদার, খিলদা বনিক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান দীপুল, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহম্মদ ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শিল্পী খোকন ও সাধু সংঘ পাঠাগারের সভাপতি শাহানুর রহমান।
কেন্দ্রীয় সাধু সংঘের সাধু গুরু মহাজন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন শ্রেণির আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমুখ। ইফতার মাহফিলে বিশ্ব শান্তি কল্পে মোনাজাত করেন।