শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

সখীপুরে ঈদ উপহার পেল ইমাম-মুয়াজ্জিনরা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। 

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা মাস্টারের নিজস্ব উদ্যোগ উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন কওমী ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মাস্টার, বড়চওনা ইউনিয়ন আ.লীগের আহব্বায়ক আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফরিদুজ্জামান, ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, গড়বাড়ি বাজার বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান লেবু, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, হেলাল উদ্দিন, ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

নাজমুল হুদা মাস্টার বলেন, ’ভোগে নয়, ত্যাগেই শান্তি' রমজান আমাদের সেই শিক্ষা দান করে। এছাড়াও বঙ্গবন্ধু যেমন গরিব, দুঃখী, অসহায় ও মেহনতী মানুষের পরম বন্ধু ছিলেন, ঠিক তেমনি আমি আমার সাধ্য অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করেছি। আমি আমার সঞ্চিত অর্থ বরাবরের মতো মানব সেবায় ব্যয় করবো। সেই সাথে ইমাম-
মুয়াজ্জিনদেরকে প্রতিবছরই ঈদুল উপলক্ষে ঈদ উপহার (নগদ অর্থ) দিবো। সমাজের সন্মানিত মানুষগুলোর জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.