
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইলপ্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিংগাইর, বল্লা বাজারে অবস্থিত B.n.s.m ইটভাটায় অবাধে পুরানো হচ্ছে কাঠ।
সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাঝখানে গড়ে তুলেছে বিশাল এ ইটভাটা। এই ইটভাটার মালিক নাছির,লেবু,সজিব এর কাছে কাঠ পুরানোর ব্যাপারে জানতে চাইলে তাহারা বলে প্রশাসনের সর্বস্তরে টাকা-পয়সা দিয়েই আমরা কাঠ পুরাচ্ছি আপনারা পেপার পত্রিকায় লেখেও কিছুই করতে পারবেন না।
খোঁজ নিয়ে জানা যায়,সরকারী হিসেবে অনুযায়ে ইটের পরিমাপ ঠিক করে দেওয়া হলেও সরকারি নিয়ম না মেনে ইট প্রতি ১/১ইন্ঝি ছোট করে ইট বানানো হচ্ছে।আর ইট বানানোর জন্য কাঠ পুরানো হলে সে ধোঁয়ায় ফসলের ক্ষতি সহ সাধারণ মানুষের শ্বাস কষ্টে পড়তে হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের এর প্রতিকার দাবি জানাচ্ছে সাধারণ জনগণ।