শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

টাঙ্গাইলে বাস চাপায় ট্রাক চালকের মৃত্যু

বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত বাস চাপায় ইরফান মিয়া (৫০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।
শুক্রবার(১৭ মার্চ) বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইরফান মিয়া পৌলি এলাকার মৃত বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত ইরফান মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে ছোট ভাইকে টাকা দিতে যাচ্ছিল ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস ইফরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ইরফান পেশায় ট্রাক চালক ছিল।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership