INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহিরুল (৩০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলা চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক জাহিরুল রাজশাহী জেলার বাঘা থানার হেলালপুর এলাকার আব্দুল কুদ্দুস আলী মুরুর ছেলে। আহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪ নাম্বার ব্রিজ সংলগ্ন কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দু'ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জহিরুল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক থেকে নিহতের লাশ উদ্ধার করে। অপর ট্রাকের চালককে আহতবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু পূর্বপাড় থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ট্রাক চালক জহিরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।