Breaking News

মেডিকেলে ভর্তির সুযোগ! বাবার স্বপ্ন পূরণ করতে চায় জয়

গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সখীপুরের সাব্বির হাসান জয়। তাঁর বাবা শাহীনুজ্জামান শাহীন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহীন পেপার হাউজের সত্ত্বাধিকারী। 

সাব্বিরের এমন সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী।  

তাঁর বাবা শাহিনুজ্জামান জানান, মেডিকেলে চান্সপ্রাপ্ত সাব্বির হাসান জয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পান। 

পরে তিনি সখীপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পান।

পত্রিকা এজেন্ট শাহীনুজ্জামান শাহীন টাঙ্গাইল নিউজ টোয়েন্টিফোর কে বলেন, ‘ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখেছি, ছেলের মাধ্যমে তা ধীরে ধীরে পূরণ হচ্ছে। আমার ছেলে মূলত বুয়েট ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে একটি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে। ছেলের এমন সাফল্যে আমি খুবই খুশি। যেখানেই ভর্তি হোক সে যেন দেশের জন্য কিছু করতে পারে।

Type and hit Enter to search

Close