
সখীপুর
সখীপুরে শিরিরচালা সঃপ্রাঃ বিদ্যালয়ে বার্ষিক শিক্ষাপদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের শিশিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক শিক্ষাপদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।
অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় ৬নং ইউপি সদস্য মোজাম্মেল হক,
প্রধান আলোচক ছিলেন সখীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান, দ্বিতীয় আলোচক ছিলেন বড়চওনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এসএম আতিকুল হক (ছমির), বরেণ্য অতিথি আলমগীর হোসেন সচিব ০৭ নং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ, পৃষ্ঠপোষক মজনু মিয়া ও শিশিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশাহেদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জান্নাতয়ারা লাভলী, সহকারী শিক্ষক আঃ কাদের, মর্জিনা আক্তার, জান্নাত আরা জুঁই,কোহিনুর আক্তার, আল্পনা আক্তার, তাহেরা বেগম শিক্ষার্থী,অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও এলাকাবাসীসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দুলাল হোসেন দুলাল চেয়ারম্যান।