সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়ের পদে চার প্রার্থীর মনোনয়ন জমা

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল থেকে:
আসন্ন ১৬ মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে চারজন তাদের মনোনয়নপত্র জমা দেন। 

এ ছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এলেঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর এ আলম সিদ্দিকী (নৌকা)।তিনি এলেঙ্গা পৌর আওয়ামী লীগের কার্যকরি সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার ছোট ভাই। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজিনা আক্তার(স্বতন্ত্র), শাফী খান(স্বতন্ত্র) ও এস এম শফিকুল ইসলাম তালুকদার(স্বতন্ত্র) প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership