টাঙ্গাইলের সখীপুর উপজেলাধীন গড়গোবিন্দপুর পীরে কামেল শাহসূফী হযরত শাহ্ কামাল (রহঃ)এর মাজার শরীফ পূণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল সখীপুর)০৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম
ভিপি জোয়াহের এমপি।
এসময় পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম, সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন।
অন্যদের মধ্যে চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, অধ্যাপক রফিক- ই রাসেল, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতায়োর, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন ইউনিটির প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করে।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Social Footer