INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিহাতীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধিঃ – টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ শফি সিদ্দিকী চত্বরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সদস্য খন্দকার আব্দুল মাতিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুশীল কুমার পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সুশান্ত ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, 

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া সরকার, নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, ছাত্রলীগ নেতা সাহেদ, রানা তালুকদার, কালিহাতী পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এলেঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ইসরাফিল প্রামাণিক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।