মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

চার পা নিয়ে কন্যাশিশুর জন্ম

চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি পাসহ এক কন্যা শিশুর জন্ম হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার এক হাসপাতালে শিশুটির জন্ম হয়। 

শিশুর মা সুস্থ হলেও শিশুর হালকা শ্বাসকষ্ট রয়েছে।ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার (১৮) এ শিশুর জন্ম দেন। 

এ খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে মানুষ ভিড় জমান হাসপাতালে। নবজাতকের বাবা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০২০ সালে তাঁদের বিয়ের পর প্রথম ছেলের জন্ম হয়। কিন্তু সেই ডেলিভারির সময় মারা যায়। আজ ভোরে তাদের কন্যা সন্তানের জন্ম হলো। এতে সবার মুখে হাসি ফুটলেও স্বজনরা দুশ্চিন্তায় আছেন।  

হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মারিয়া কিবতিয়া বলেন, সোমবার রাত ২টার দিকে নাছরিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার ভোর ৫টার সময় চার পা বিশিষ্ট কন্যা শিশুর স্বাভাবিক প্রসব হয়। 

হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এস এ ফারুক বলেন, ‘শিশুটির চার পায়ের মধ্যে দুটি পা ক্লাব ফুট (মুগুর পা) এবং বাকি দুটি পা অস্বাভাবিক। মেরুদণ্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ হলেও শিশুর হালকা শ্বাসকষ্ট রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.