Breaking News

সখীপুরে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষে অভিভাবক সমাবেশ হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। 

এছাড়াও সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, বোয়ালী সবুজ বাংলা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মওলানা ইব্রাহিম খলিল, কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বদরুল আলম, সমাজকর্ম বিভাগের তোফাজ্জল হোসেন রানা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে ইউএনও ফারজানা আলম তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়াও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

Type and hit Enter to search

Close