INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক।

কালিহাতীতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক।

 সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ নুর আলম (৩৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

শুক্রবার(৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ডাচ বাংলা ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসের ভেতর থেকে আটক করা হয়।

আটককৃত নুর আলম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে

কালিহাতী থানার এসআই রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করি।অভিযান পরিচালনাকালে নুর আলম নামের একজনকে ২৫ বোতল ফেনসিডিল সহ আটক করি। আটককৃত নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।