
টাঙ্গাইলের সখীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই কার্যালয়ে কর্মরত চিকিৎসক একরামুল হক বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে অফিস সহকারী রফিকুল ইসলাম ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন।
তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করেন তিনি। পরে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, আগুনে একটি রেফ্রিজারেটর এবং প্রায় ৫০ হাজার টাকার সরকারি ওষুধ পুড়ে গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাছির বলেন, ‘আমার কক্ষের একটি অংশ পুড়ে গেছে। তবে, সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।