বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এলাচিপুর প্রগতি সংঘের উদ্যোগে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

টাঙ্গাইলের দেলদুয়ারে এলাচিপুর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার থানার ফাজিলহাটি ইউনিয়নের এলাচিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ২৯শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এই দ্বি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাচিপুর প্রগতি সংঘ ক্লাবের সভাপতি মোঃ সুজন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও গান পরিবেশন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোঃ আমিনুর রহমান মিলটন। তিনি তার বক্তব্যে যুবসমাজকে উৎসাহিত করার পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মকান্ডে ভবিষ্যতেও যুবসমাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

ওয়াসিফ ফয়সাল আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সিরাজুর রহমান সেলিম, মোঃ আবু বকর মিয়াঁ, জাহিদ মোহাম্মদ সুমন, তারিফ আহমেদ, আরিফ মিয়া ও উক্ত ক্লাবের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership