Breaking News

টাঙ্গাইলের ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। 

বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি এই কার্যক্রম চালু করেছেন।জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। 

একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সরকারি ফি’র বাইরে বিনামূল্যে সেবা পাবেন।’তিনি আরও বলেন, ‘এছাড়াও আমরা দুটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে, গার্মেন্টস, অপরটি রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন, সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গিপরা একজন রেমিট্যান্স যোদ্ধা আমার পাশে বসে চা খাবেন ও সেবা নিবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য ইউএনও এবং অ্যাসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা সরকারের অন্যান্য দপ্তরেও চালু হবে।’
জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।

Type and hit Enter to search

Close