
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বেড়বাড়ী নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু ওই গ্রামের এরশাদ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন ধলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানের সাথে নিজ ঘরে ঘুমাতে যায় ফজলু। রাত ১০টার দিকে স্ত্রীর ঘুম ভাঙ্গলে স্বামীকে ঘরের আড়ার সাথে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থা দেখতে পায়।
পরদিন বৃহস্পতিবার সকালে সখীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
তাং ১/১২/২২