খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ৮ (নবেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায় নাজমুল হুদা মাস্টার ছোট চওনা ঢনঢনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তিনি।
এছাড়াও তিনি সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সহসভাপতি এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন বলে জানা যায়।
এসময়ে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার লাবু উপস্থিত না থাকায় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, উদ্ভোদক সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোরাদ হোসেন, প্রধান আলোচক হেলেনা পারভীন ইন্সট্রাক্টর ইউ.আর.সি সখীপুর, জাহানারা বেগম প্রধান শিক্ষক কচুয়া,
প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক রেনু আক্তার, সাবিনা ইয়াসমিন ১,
সাবিনা ইয়াসমিন ২,কাজল আক্তার সহ শিক্ষার্থী অবিভাবক ম্যানেজিং কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জন্য উপদেশ ও গঠন মূলক দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন।
Social Footer