
সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধিঃ যৌতুক চাহিদা পূরণ করতে না পাড়ায় পাষান্ড স্বামী ক্ষিপ্ত হয়ে সন্তানসহ স্ত্রীকে বেদম প্রহার করে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে ।
সরেজমিন ঘুরে ও মামলার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে ২৯ আগষ্ট টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে ঘুনি গ্রামের আবুল হাসেমের মেয়ে ইভা আক্তার হাসির সাথে টাঙ্গাইল সদর উপজেলার নওগাও গ্রামের আব্দুর রহমান খান এর ছেলে মো. মনির খান এর তিন লক্ষ টাকা কাবিন মূলে বিয়ে হয়। দুই ভরি ওজনের গলার হার,১০আনা ওজনের স্বর্ণের একজোড়া কানের দুল সহ কাপড় চোপড় দিয়ে স্বামীর বাড়িতে পাঠাইয়া দেয়।
কিছুদিন বেশ ভালো করে সংসার করে অর্থ লোভী মনির খান। পরে সৌদি আরব ফেরৎ মনির খান উন্নত দেশ ইতালি বা ফ্রান্সে যাওয়ার জন্য ১০ লক্ষ টাকার প্রয়োজন বিধায় শশুড় বাড়িতে টাকার জন্য চাপ দেয়। ওই দশ লক্ষ টাকা দাবী করে বিভিন্ন সময় স্ত্রীকে মারপিট করে। কিন্তু গরিব পিতার কন্যা ইভা আক্তার হাসি সে টাকা দিতে পারায় বিভিন্ন সময় শারীরিক নির্যাতন শুরু করে।
বিষয়টি নিয়ে বার বার পরিবারের মধ্যে দেন দরবার হতে থাকে। এক পর্যায়ে ২০২০ সালের ১৪ আগষ্ট মারপিট করে পাঁচ বছরের শিশু সন্তান হাফসা সহ স্ত্রী ইভাকে এক কাপড়ে (তালাক দিয়ে) বাড়ী থেকে বেড় করে দেয়। অন্য কোন উপায় না দেখে ভুক্তভোগী ইভা আক্তার হাসি বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন।মামলাটি বিচারাধীন রয়েছে।