Home › সখীপুর সখীপুর সখীপুরে ভোররাতে ২ গরু চুরি! নভেম্বর ২২, ২০২২ Posted By: নিউজ ডেস্কঃ A+ A- সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আবারো বেড়েছে গরু চোরের উপদ্রব। গতকাল ২১ নভেম্বর, সোমবার গভীর রাতে সখীপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড(কাহারতা) এলাকার ব্যবসায়ী শরিফ সিকদারের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিক জানান, চুরি হওয়া ১ টি ব্রাহমা জাতের গাভী ও ১ টি বাছুরের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। জানা যায়, ব্যবসায়ী শরিফ প্রতিদিনের মতো গতরাতেও গভীর রাতে উঠে গোয়াল ঘরের আশপাশ ভালোভাবে দেখে আবার ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ৪ টার সময় বাড়ির পাশে গাড়ির শব্দে ঘুম ভাঙে তার। এসময় গোয়াল ঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন তিনি। এদিকে তার বড় ভাই শহিদ সিকদারের ৩ টি গরু ছেড়ে দেয় চোরদলের সদস্যরা।স্থানীয় সাংবাদিক শাহ আলম সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় গরু চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলছে। কৃষকদের মাঝে বিরাজ করছে গরু চুরির আতঙ্ক ।এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সোহেল রজত সখীপুর প্রতিনিধি Share On Facebook Share On twitter