
টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ীচাপায় স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৭ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ (৩০) ও তার স্ত্রী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ইপিজেট ঈশ্বরদী যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা (২৬)। তারা একসঙ্গে নাটোর যাচ্ছিল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, তারা মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল। রাত সাড়ে ৭ টায় দিকে মহাসড়কের আনালিয়াবাড়ী পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্বজনরা থানায় এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।