
সখীপুর
প্রধানমন্ত্রী দেশের মালিক নয়, দেশের সেবক---সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মালিক নয়, তিনি এদেশের একজন সেবক। প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এদেশের শ্রেষ্ঠ সেবক। এমনটাই মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার(৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজের বাসভবনে আয়োজিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা মামলায় কারা নির্যাতিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়াকে পুনরায় জেলে দেব, এটা বেশি ভালো কথা না। রাজনীতি করলে জেলে যেতে হয়, বেরোতেও হয়। প্রধানমন্ত্রীর পদে থেকে এসব কথা বলা ঠিক নয়। পদ ছেড়ে দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের সভাপতি হয়ে যা ইচ্ছা তাই বলুন। সরকারের পদে থেকে এ রকম কথা বলবেন না।
’অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান সভাপতিত্বে বক্তব্য রাখেন ববঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, দলটির জেলা কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সানোয়ার হোসেন মাস্টার, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
সখীপুর প্রতিনিধি
০৫-১১-২০২২