
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি,কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, কালিহাতী ওসি তদন্ত।
এ ছাড়াও উপজেলার দপ্তর প্রধান, গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থ অসহায় মানুষের মাঝে ছাগল এবং গাছের চারা বিতরণ করেন।