INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খুন

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খুন

চাঁদপুরে বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত মেহেদী হাসান (১৭) স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে। অভিযুক্ত বরকত বেপারী (১৮) একই এলাকার ফরিদ বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বন্ধু ব্রাজিল সমর্থক অন্য বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থক মেহেদী হাসান ও আর্জেন্টিনার সমর্থক বরকত বেপারী বিশ্বকাপ খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। 

এক পর্যায়ে বরকত বন্ধু মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।