INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মালদ্বীপে সাবিনার ১১ গোল সুমাইয়ার ৬, দল জিতলো ২৬-০ ব্যবধানে

মালদ্বীপে সাবিনার ১১ গোল সুমাইয়ার ৬, দল জিতলো ২৬-০ ব্যবধানে

Nমালদ্বীপের ঘরোয়া ফুটবলে গোল করেই যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার সাবিনার ১১ গোলে তার দল ধিবেহি সিফাইং ক্লাব ২৬-০ গোলে হারিয়েছে ক্লাব এমওয়াইএস এর বিপক্ষে।

বাংলাদেশের আরেক নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে।

১১ গোল করে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়।

সাবিনাদের পরের ম্যাচ ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে।