INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দেশে কোনো হাহাকার নাই, ভবিষ্যতেও হবে না: টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

দেশে কোনো হাহাকার নাই, ভবিষ্যতেও হবে না: টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

(শামীম আল মামুন)ঃ বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, ‘পৃথিবীর অন্য যেকোনো দেশে খাদ্যের অভাব হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।’

টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সোমবার দুপুর ১২টার দিকে এসব কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালি ফসল হবে। তাই বলতে চাই, বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।’

বিএনপিকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ থাকলে সরকার থাকতে হবে, আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না, এটা কখনওই হয় না। বিএনপি রেললাইনে আগুন দেবে, বিদ্যুৎলাইন কেটে দেবে, আবার ঘরে আগুন দেবে, মানুষ পুড়ে মারবে। আর এদিকে পুলিশ চুপ করে বসে থাকবে, আমরাও চুপ করে বসে থাকব; তাতো হয় না।’

বিএনপির নেতা-কর্মীদের ইঙ্গিত করে আরও বলেন, ‘২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল। তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিল, আগামী দিনেও সেভাবেই যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।’

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।