INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সখীপুর থানা পুলিশের আয়োজনে এই কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। ‘

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি -শৃঙ্খলা সর্বত্র’- এ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করে সখীপুর থানা পুলিশ।

সভায় থানা অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রিপনের নেতৃত্বে সকল পুলিশ সদস্যের উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সহ কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন পুলিশ জনতার বন্ধু। সমাজের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন 
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণমাধ্যম কর্মী ও সমাজের নানা শ্রেণি পেশার মানুষ প্রমুখ।