শনিবার, ৮ অক্টোবর, ২০২২

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দূর্ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আবদুর রাজ্জাক (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬ টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাজ্জাক উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে এবং লাঙ্গুলিয়া বাজারে ফটোকপির ব্যবসা করতেন।

জানা যায়, গত ৫ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বাড়ি ফেরার পথে বাসাইল বাসষ্ট্যান্ড পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ রাজ্জাক গুরুতর আহত হন। 

পরে তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ওই রাতেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। 

তিনদিন পর ৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পরিবার,ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ওই গ্রামের ব্যবসায়ী ফন্নু মিয়া বলেন, রাতে লাশ আসলে রবিবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership