
নিজস্ব প্রতিবেদক : সখীপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা আজ মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা নাসির উদ্দীন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, অধ্যাপক আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান প্রমুখ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল হোসেনসহ কাউন্সিলর বৃন্দ, কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সখীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার কো-কম্পোস্ট সারা বাংলাদেশে মডেল হিসেবে নির্বাচিত হওয়ায়, মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার লাইটিংসহ বর্জ্য ব্যবস্থাপনা দূরীকরণে নানাবিধ প্রস্তাবও এসময় তারা তুলে ধরেন।
সখীপুর প্রতিনিধি
১৮.১০.২২