মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে শহরের পৌর এলাকার দুই নং ওয়ার্ডের বৈল্যা এলাকায় এ ঘটনাটি ঘটে।


নিহত সালমা বেগম (৫০) ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী সেকের স্ত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত ছেলে আবুল কালামকে (৩০) আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ মো. কালাম মাদকের সাথে জড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কালাম মাদক ক্রয়ের জন্য তার বৃদ্ধা মায়ের নিকট টাকা চায়। টাকা না দিলে সেই আক্রোশে কালামের ছোট ভাই বাড়ির বাহিরে গেলে কালাম তার মাকে পিটিয়ে হত্যা করে। 

হত্যার পর মায়ের মরহেদ কম্বল দিয়ে পেচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত আবুল কালামকে পুলিশ আটক করে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership