বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কালিহাতীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ভারত থেকে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে অষ্টম শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌলি নদীতে ঘোষপাড়া শ্বশান ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। নিহত ওই স্কুলছাত্র ভারতের জলপাইকুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের একমাত্র ছেলে দিপ (১৪)।

নিহত স্কুলছাত্র মায়ের সাথে বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌলি গ্রামে নানা যতিন ঘোষের বাড়িতে নানীর শ্রাদ্ধের দাওয়াত খেতে আসে।

স্থানীয় সুবল ঘোষ জানান, দীর্ঘ পনের বছর পর মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে সমবয়সী ছেলেদের সাথে পৌলি নদীতে গোসলে নামে। একপর্যায়ে দিপ বাংলা ড্রেজার দিয়ে মাটি কাটার খাদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দিপকে উদ্ধার করে। স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই স্কুলছাত্রকে মৃত ঘোষনা করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোজ দিপকে উদ্ধার করি। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership