শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের চালা ভেঙ্গে নিহত ১

জয়পুরহাটের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের চালা ভেঙ্গে পড়ে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০-১২ জন। আজ শুক্রবার( ১৪ অক্টোবর) জেলার পাঁচবিবি উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত খোরর্শেদ আলম (২২)  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা চৌধুরী পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির ফুটবল খেলা চলাকালীন সময়ে পাশের ছমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ঘরের চালায় বসে খেলা দেখার সময় চালা ভেঙ্গে পড়ে খোরর্শেদ আলম নামের একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০-১২ জন আহত হন।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership