Breaking News

পাকিস্তানের কাছে ৯ উইকেটের লজ্জাজনক হার বাংলাদেশের

নারী এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে রুমানা-নিগাররা। স্বাগতিকদের দেয়া ৭১ রানের টার্গেটে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিসমাহ মারুফের দল। থাইল্যান্ডকে উড়িয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েদের রীতিমতো উড়িয়ে দিল পাকিস্তান।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে কোন লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের ব্যাটিং ধুঁকতে থাকল পুরোটা সময়। পাকিস্তানি বোলারদের তেমন কোন জবাব দিতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচ হেরেছে ৯ উইকেটে।

আগে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে ৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২৭ রানে সাজঘরে ফিরেন লতা। ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। ফিরেন ১৭ রানে। সালমা খাতুনের অপরাজিত ২৪ রানে দলের সংগ্রহ দাঁড়ায় ৭০ রান।

দুটি করে উইকেট নিয়েছেন ডায়না বায়াগ ও নিদা দার। জবাবে মুনিবা আলী ও সিদরা আমিন জুটিতে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১৪ রানে মুনিবাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সালমা। পরে অধিনায়ককে নিয়ে জয় নিশ্চিত করেন সিদরা।নারী এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৭০ রান। জয়ের জন্য পাকিস্তানকে ৭১ রান করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে জাহানারার পরিবর্তে লতা মণ্ডলকে নিয়ে একাদশে নামে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শামিমাকে হারায় টাইগ্রেসরা। পরের ওভারে সাদিয়া ইকবালের শিকার ফারজানা হক।

চারে নেমে টিকতে পারেননি রুমানাও। দলীয় ৩ রানে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। ইনিংস বড় করতে পারেননি লতা মণ্ডল। ফেরেন ১২ রানে। হতাশ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। দুটি করে উইকেট নিয়েছেন ডায়না বায়াগ ও নিদা দার।
নারী এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে জাহানারার পরিবর্তে লতা মণ্ডল। সিলেটে খেলা শুরু হয়েছে সকাল ৯টায়। দু-দলই তাদের প্রথম ম্যাচে সহজ জয় তুলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। 

পরিসংখ্যান ও র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অলরাউন্ডার রুমানা আহমেদ।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা, ফারগানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, শোভনা মোস্তারি, সোহেলী আক্তার, শানজিদা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী, সিদরা আমীন, বিসমাহ মারুফ, ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাপাকিস্তানের কাছে ৯ উইকেটে বিশাল হার নিগারদের

Type and hit Enter to search

Close