রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সখীপুরে মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নাহিদ, সম্পাদক রেজাউল

টাঙ্গাইলের সখীপুর উপজেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৮২জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫২ ভোট পেয়ে এন-টেল এর স্বত্তাধিকারী নজরুল ইসলাম নাহিদ সভাপতি এবং বিনা প্রতিদ্বন্ধিতায় স্মার্টজোন এর স্বত্তাধিকারী মো. রেজাউল সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

একই সময় মোবাইল সার্ভিসিংয়ে মো. ইসরাক আহমেদ (রফিক) সভাপতি ও মো. হাবিবুর রহমান সম্পাদক পদে নির্বাচিত হন। এমএল টেলিকমের স্বত্তাধিকারী আবদুল মান্নান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

এছাড়া সহ-সভাপতি পদে সহিদুর রহমান ঝন্টু, আবদুল হালিম এবং আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ইয়ামিন মাহমুদ, সবুজ আহমেদ, কোষাদক্ষ মো. আশিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. সুজন আহমেদ, শামিম আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে মো. রাসেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আল মামুন, দপ্তর সম্পাদক পদে মো. আরজু মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সম্পাদক মো. নাছিরুল ইসলাম নির্বাচিত হন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership