INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যান্ট ৮ম বর্ষে পদার্পণ

সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যান্ট ৮ম বর্ষে পদার্পণ

টাঙ্গাইলের সখীপুরে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার বর্জ্য ব্যবস্থাপনায়, সখীপুর পৌরসভা মডেল হিসেবে মনোনীত এবং কো-কম্পোস্ট প্ল্যান্ট ৮ম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠান রোববার (২ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, 

অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিন শরীফ সুপন, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, টাঙ্গাইল কৃষিসম্প্রসারণ উপ-পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, ওয়াটার এইড বাংলাদেশের কান্টিডিরেক্টর হাসিন জাহান প্রমুখ। এসময় মূলপ্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,আ,ক,ম সিরাজুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আহম্মদ আলী, 

সখীপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম.আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক,সখীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।