
বেদেনা আক্তার(৪৫) নামের এই মহিলাটি গত শনিবার, ০১ অক্টোবর-২০২২ ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রাম থেকে সখীপুর কীর্ত্তনখোলা(বাবার বাড়ি) আসার কথা বলে নিঁখোজ হয়েছেন।
বেদেনা আক্তার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের লাভলু মিয়ার স্ত্রী। (ছেলের নাম বুলবুল)
তার বাবার বাড়ি সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে।
এ পর্যন্ত আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের দেয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলোঃ
01616-139393 (লাভলু, বেদেনা আক্তারের স্বামী)
01741-114812 (বাবলু, বেদেনা আক্তারের ভাই)