বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সখীপুরে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

সখীপুর প্রতিনিধি : সখীপুরে উচ্চ আদালতের নির্দেশে মিতালী ব্রিকস নামের একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে উপজেলার পলাশতলী গ্রামের পলাশতলী মহাবিদ্যালয়ের কাছে গড়ে ওঠা ইট ভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। আদালত ভাটার চিমনিসহ ইট পোড়ানোর সব যন্ত্রপাতি পুড়িয়ে দেয় এবং ভাটায় রাখা সব ইট জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জমির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। 
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশে আশিক জাহাঙ্গীর লালনের অবৈধ এ মিতালী ব্রিকস ভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হয়েছে।   
 
সখীপুর প্রতিনিধি 
২৮.০৯.২২

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership