INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সখীপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর শাখা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ সকালে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এড. আহমেদ আযম খান।

সখীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান শাহীন, ফরহাদ ইকবাল, আবুল কাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব মীর আবুল হাশেম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সদস্য আলী আকবর, সিকদার মো. সবুর রেজা, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব নাছির উদ্দিন, তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, নজরুল সিকদার, খোকন সিকদার প্রমুখ। 

প্রথম অধিবেশন শেষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টারকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ১০১ সদস্য এবং নাছির উদ্দিনকে সভাপতি ও মীর আবুল হাশেমকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।